১০ বছর পর টেস্ট সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল


বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দল। ভিন্ন দুটি ফ্লাইটে নিউজিল্যান্ডের ১৭ ক্রিকেটার মঙ্গলবার ঢাকায় পৌঁছান।
আনুমানিক সকাল সাড়ে ১০টায় তাদের ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকা থেকে সিলেটে যাবেন বুধবার রাত ৮টায়।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সিলেটের মাঠে ২৮ নভেম্বর শুরু হবে। ৬ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।
এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৩-২৫) শুরু করবে দুই দল।
নিউজিল্যান্ড বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে ১০ বছর পর। সর্বশেষ তারা ২০১৩ সালে এখানে টেস্ট খেলেছিল।
ঘটনাপ্রবাহ: টেস্ট সিরিজ, ঢাকা, নিউজিল্যান্ড
Facebook Comment