কক্সবাজারে দস্যু বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ
১২ বাহিনীর ৯৬ জন জলদস্যুকে অনুষ্ঠানস্থলে আনা হয়েছে


মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে আত্নসমর্পণ অনুষ্ঠান
কক্সবাজারের মহেশখালীতে ১২ বাহিনীর ৯৬ জন কুখ্যাত জলদস্যু ডাকাত ও সন্ত্রাসীকে ভারী অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে আত্নসমর্পণ করতে অনুষ্ঠানস্থলে আনা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের গেস্ট অব অনার পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারীও উপস্থিত রয়েছেন। সাংসদ, জেলা পরিষদ প্রশাসক, রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। একটু পর অনুষ্ঠানের ক্ষনগণনা শুরু হবে।
ঘটনাপ্রবাহ: আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook Comment

















