পেকুয়ায় ৫৫ প্রার্থীর নির্বাচনী প্রতীক বরাদ্দ

fec-image

কক্সবাজারের পেকুয়ার আসন্ন টইটং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, সদস্য পদে ৪৮ জন প্রার্থীর হাতে তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছেন উপজেলা রির্টানিং কর্মকর্তা। ২৫ মার্চ সকাল ১০টায় উপজেলা হলরুমে প্রার্থীদের নিয়ে এ প্রতীক বরাদ্দ দেন।

উপজেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যেই সর্বপ্রথম উপজেলার ২নং টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকায় আসে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ২৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্রে জানা যায়, আসন্ন টইটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ও গত বারের নির্বাচিত চেয়ারম্যান ও ১৫ টন ত্রাণের চাল আত্মাসাৎ করার অভিযোগে চেয়ারম্যানের পদ থেকে বহিস্কৃত এবং টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রাপ্ত জাহেদুল ইসলাম চৌধুরী (নৌকা), তারই সহধর্মিণী শামিমা নাছরিন সায়মা ( টেলিফোন), উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এবং টইটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেট এম মেসলেম উদ্দিন (চশমা) , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টইটং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ বিএ (ঘোড়া), ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী ও শ্রমিকনেতা নূরুল আমিন (মোটরসাইকেল), সমাজ সেবক ও ব্যবসায়ী কফিল উদ্দিন ( আনারস), ইসলামী আন্দোলন মনোনীত সাহাব উদ্দিন দলীয় প্রতীক ( হাতপাখা)।

বিভিন্ন ওয়ার্ডে সদস্য পদে প্রতীক পেলেন যারা তারা হলেন-

১নং ওয়ার্ড হতে আবুল কাশেম (মোরগ), আবু তাহের (ফুটবল), আব্দুল জলিল (তালা), ওসমান গণি (টিউবওয়েল), জয়নাল আবেদীন (বৈদুৎতিক পাখা), হেলাল উদ্দিন ( আপেল), ২নং ওয়ার্ড হতে আবুল কালাম (ফুটবল), টিপু সুলতান ( টিউবওয়েল), লুৎফর রহমান ( তালা), মো. নাছির উদ্দিন(মোরগ), ৩নং ওয়ার্ড হতে মো. আব্দুল মালেক (মোরগ), রুহুল আমিন ( টিউবওয়েল) , মনজুর আলম (তালা), মোহাম্মদ হোছাইন (ফুটবল), ৪নং ওয়ার্ড হতে আব্দুল কাদের (তালা), আব্দু শুক্কুর (ফুটবল), কবির আহমদ (মোরগ), নবী হোছন (আপেল), আব্দুল হক (টিউবওয়েল), ৫নং ওয়ার্ড হতে কবির আহমদ (তালা), রবিউল আলম (ফুটবল), আবু ওমর ( টিউবওয়েল), ৬নং ওয়ার্ড হতে ফয়সাল আকবর (ফুটবল), জাকের হোছাইন (মোরগ), আবুল কালাম ( তালা), সৈয়দ নুর ( টিউবওয়েল), ৭নং ওয়ার্ড হতে শাহাব উদ্দিন সিকাদর (তালা), মো. সরওয়ার (ফুটবল), ৮নং ওয়ার্ড হতে শফিউল আলম (তালা), কাইছার মো. ইলিয়াছ (ফুটবল), এস এম আবুল কাশেম (মোরগ), নুরুল ইসলাম (টিউবওয়েল) , এস এম রেহানা (বৈদ্যুতিক পাখা), ৯নং ওয়ার্ড হতে সেলিম উদ্দিন (মোরগ), নুরুল আফসার (তালা), আজগর আলী (ফুটবল)।

সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২ ও ৩নং ওয়ার্ড হতে দিলোয়ারা বেগম (হেলিকপ্টার), হামিদা বেগম (বই), মরতুজা বেগম (মাইক), ছেমন আরা বেগম (কলম), ৪,৫ ও৬নং ওয়ার্ড হতে ফরিদা ইয়াছমিন (কলম), সেলিনা পারভীন (তালগাছ), রোজিনা আক্তার (মাইক), রোকসানা আক্তার (বই), ৭,৮ ও ৯নং ওয়ার্ড হতে আয়েশা খাতুন (মাইক), সাজেদা বেগম (কলম), হামিদা বেগম (বই), ফৌজিয়া ইয়াছমিন (হেলিকপ্টার)।

এদিকে নির্বাচনকে ঘিরে আনন্দভাব পরিলক্ষিত হচ্ছে ওই ইউপিতে। আবার অজানা আতংকও বিরাজ করছে জনগনের মাঝে।

উপজেলা রির্টানিং অফিসার ইরফান উদ্দিন জানান, টইটং ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছি এবং নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আচরন বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারনা চালানোর নিদের্শনা দেওয়া হয়েছে। কোন প্রার্থী আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন