‌নির্বাচ‌নে জিত‌তে টাকা বিতর‌ণের অভি‌যোগ আলীগ চেয়ারম্যান প্রার্থীর বিরু‌দ্ধে

fec-image

বান্দরবা‌নের রুমার পাইন্দু ইউ‌নিয়‌নের চান্দা হেডম‌্যান পাড়ায় নির্বাচ‌নে বে‌শি ভোট পে‌তে পাড়াবাসী‌দের জন‌্য ১০ হাজার টাকা বিতর‌ণের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে আলী‌গের নৌকা প্রার্থী সাপত্লং বম এর বি‌রো‌দ্ধে।

শ‌নিবার (২৭ ন‌ভেম্বর) রাত সা‌ড়ে ৭টায় চান্দা পাড়ার বা‌সিন্দা মৃদু মারমা চেয়ারম‌্যান প্রার্থীর দেয়া এ ১০ হাজার টাকা বিতর‌নের সময় স্থানীয়র‌া এ টাকা উদ্ধার ক‌রে মৌজার হেডম‌্যা‌ন ছামং উ মারমার হা‌তে জমা দেয়।

এ বিষ‌য়ে মৃদু মারমা জানান, শুক্রবার বিকা‌লে আলী‌গ ম‌নোনীত চেয়ারম‌্যান প্রার্থী চান্দা পাড়াবাসী‌দের জন‌্য ১০ হাজার পাঠায়। আজ শ‌নিবার এ ১০ হাজার টাকা বিতরণ করার পাড়াবাসীরা তা হেডম‌্যানের হা‌তে জমা দেয়।

বাচলং পাড়ার (সা‌বেক মেম্বার) সাংময় বম জানান, ভো‌টের দিন চা নাস্তা খাওয়ার জন‌্য সাপত্লং বম এ টাকা পা‌ঠি‌য়ে‌ছেন ব‌লে জে‌নে‌ছি।

মৌজার হেডম‌্যা‌ন ছামং উ মারমা ব‌লেন, মৃদু মারমা টাকা বিতরন কর‌তে আস‌লে পাড়াবাসীরা ১০ হাজার টাকা উদ্ধার ক‌রে আমার হা‌তে জমা দি‌য়ে‌ছে। বর্তমা‌নে এ টাকা আমার কা‌ছে জমা আ‌ছে।

এ বিষ‌য়ে আলীগ ম‌নোনীত চেয়ারম‌্যান প্রার্থী সাত্লং বম জানান, এ টাকা আ‌মি এ‌জে‌ন্টদের ভাত খাওয়ার জন‌্য পা‌ঠি‌য়ে‌ছি। টাকা না দি‌লে ভাত খা‌বে কি ক‌রে?

এ বিষ‌য়ে রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী ব‌লেন, এভা‌বে টাকা বিতর‌ণের কোন নিয়ম নেই। আ‌মি বিষয়‌টি নি‌য়ে রির্টা‌নিং কর্মকর্তার সা‌থে কথা ব‌লে ব‌্যবস্থা নিব।

রুমা রির্টা‌নিং অ‌ফিসার তরুন কা‌ন্তি চাকমা জানান, এভা‌বে টাকা বিতরণের কোন নিয়ম নেই। আ‌মি এ বিষ‌য়ে তা‌কে সতর্ক করে দিব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন