অষ্টম বাংলাদেশ গেমসের সাঁতারে ২২টি স্বর্ণ জিতে শীর্ষস্থানে বাংলাদেশ নৌবাহিনী

24-4-13

অষ্টম বাংলাদেশ গেমসের সাঁতারে ২২টি সোনা, ১৭টি রূপা ও ১০টি ব্রোঞ্জ পদক জয় করে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে ১০টি ইভেন্টের মধ্যে ৬ টিতেই স্বর্ণ জয় করে তারা। ফলে সাঁতারে সর্বমোট ৩৮টি ইভেন্টের মধ্যে ২২টিতে স্বর্ণ জয়ের মাধ্যমে বরাবরের মতই নিজেদের আধিপত্য বজায় রাখল বাংলাদেশ নৌবাহিনী। সমাপনী দিনে ১০০ মিটার ফ্রি স্টাইল পুরুষ বিভাগে নতুন জাতীয় রেকর্ড করেন বাংলাদেশ নৌবাহিনীর মাহফিজুর রহমান। তিনি সময় নেন ৫২.৮৮ সেকেন্ড। এই নিয়ে অষ্টম বাংলাদেশ গেমসে মাহফিজুর রহমান ৪টি নতুন জাতীয় রেকর্ড করলেন। এদিকে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সাফ গেমসে স্বর্ণ বিজয়ী সেনাবাহিনীর শাহরিয়ারকে টপকে নৌবাহিনীর শরীফুল ইসলাম মিঠু সোনা জিতে নেন। বাংলাদেশ সেনাবাহিনী ১০টি সোনা, ০৯টি রুপা ও ০৮টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে এবং বিকেএসপি ০৯টি সোনা, ০৮টি রূপা ও ১৫টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থান অর্জন করে।

অষ্টম বাংলাদেশ গেমসের সাঁতার প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌপরিবার কল্যাণ সংঘের সভানেত্রী বেগম হাফিজা হাবিব। প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন রফিজসহ সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ¦তন কর্মকর্তাগণ। বিপুল সংখ্যক ক্রীড়ামোদি জনগণ প্রতিযোগিতা উপভোগ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফরিদ হাবিব সুষ্ঠু ও সুচারুভাবে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ গেমসের সাথে সংশ্লিষ্ট সকলস্তরের কর্মকর্তা, কর্মচারী ও খেলোয়াড়দেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সাঁতারে অসামান্য অবদানের জন্য ফেডারেশনের সভাপতি বাংলাদেশ নৌবাহিনীর কারার সামিদুলকে সম্মাননা স্মারক প্রদান  করেন। সফল এই আয়োজনের ফলে বাংলাদেশের জনগণ সাঁতার সম্পর্কে আরও উৎসাহিত হবে বলে তিনি মন্তব্য করেন।  

সূত্র: আইএসপিআর

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন