আগষ্ট-সেপ্টেম্বর মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু: রেল মন্ত্রী

fec-image

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের আগষ্ট-সেপ্টেম্বর মধ্যেই ঢাকার সাথে রেল যোগাযোগে যুক্ত হবে কক্সবাজার। এ পর্যন্ত প্রকল্পের ৮৪% কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের বাকি কাজগুলো শেষ করা হবে।

রেলমন্ত্রী আজ মঙ্গলবার (১৬ মে) কক্সবাজারের ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। আর এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান,পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে রামু হতে মায়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, ঢাকা, রেল যোগাযোগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন