ইংল্যান্ডে নিষিদ্ধ ব্রিটনির ভিডিও

বিনোদন ডেস্ক:

অশালীন শব্দ ব্যবহারের কারণে দিনের বেলায় ব্রিটনি স্পিয়ার্সের নতুন ভিডিও ‘ওয়ার্ক বিচ’ -এর প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডে ।
ব্যাং শোবিজ জানিয়েছে, ব্রিটনির নতুন ভিডিও ‘ওয়ার্ক বিচ’-এ ‘বিচ’ শব্দটি বলা হয়েছে ঊনিশবার। ভিডিওতে নিওন লাইটের মাধ্যমে শব্দটি দেয়ালে লেখা দেখানো হয়েছে;  পাশাপাশি গানের মধ্যে নাচিয়েদের অশ্লীল অঙ্গভঙ্গির কারণে ভিডিওটি রাত দশটার আগে ব্রিটিশ টেলিভিশনে প্রদর্শন করা যাবে না বলে ঘোষণা করেছে দেশটির চ্যানেল কর্তৃপক্ষ।

তবে ব্রিটিশ চ্যানেল কর্তৃপক্ষ ভিডিওটি সেন্সর করে প্রদর্শন করার জন্য উদ্যোগ নিলেও ব্রিটনির সহযোগীরা এখনও কোনো সেন্সর করা ভিডিও তাদের দেননি।

এক সূত্রের বরাতে ডেইলি মিরর জানিয়েছে, ভিডিওটি অনলাইনে ঝড় তুললেও, টিভিতে প্রদর্শনের জন্য এটি একটু বেশি অশ্লীল বলে মনে করছে ব্রিটিশরা। ‘দ্য বক্স’ এবং ‘এমটিভি’-এর মতো মিউজিক চ্যানেলগুলো এ ব্যাপারে কিছুই করতে পারছে না।

ক্যারিয়ারের আট নম্বর এই অ্যালবামে অবশ্য এ ধরনের আর কোনো অশ্লীল গান রাখেননি ব্রিটনি। গায়িকা সিয়ার সঙ্গে মিলে তিনি গেয়েছেন ব্যালে ধাঁচের গান ‘পারফিউম’।

সূত্র আরও জানিয়েছে, ‘পারফিউম’ গানটির সঙ্গে ব্রিটনির একান্ত ব্যক্তিগত আবেগ জড়িয়ে রয়েছে। প্রথমবারের মতো এই অ্যালবামের প্রতিটি গান ব্রিটনি গীতিকারদের সঙ্গে মিলে লিখেছেন। এই গানে উঠে এসেছে তার আবেগ-অনুভূতি। গানটি নিয়ে খুবই গর্বিত ব্রিটনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন