ইউপিডিএফের পেছনে সীমান্তপারের শক্তির ইন্ধন রয়েছে : কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক

fec-image

ইউপিডিএফের এ কার্যক্রমের পেছনে সীমান্তপারের কিছু শক্তির ইন্ধন ও সহায়তা রয়েছে বলে মন্তব্য করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক।

এ বিষয়ে তিনি আরো বলেন, খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক তৎপরতা। কথিত ধর্ষণসংক্রান্ত অভিযোগকে বড় করে তোলার সূত্র ধরে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও তার অঙ্গসংগঠনগুলো স্থানীয়দের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে এবং সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি করে।

কর্নেল হকের দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্যাঞ্চলে চাঁদাবাজি, জোরপূর্বক সম্পত্তি দখল এবং অপহরণসহ বিভিন্ন অবৈধ কাজে জড়িত। এসব কর্মকাণ্ড অব্যাহত থাকায় পাহাড়ি জীববৈচিত্র্য ও স্থানীয় জনগণের জীবনযাত্রা বিপন্ন হচ্ছে। পার্বত্যাঞ্চলের অস্থিতিশীলতা কৌশলে বৃদ্ধি করে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে।

সাবেক এই সেনা কর্মকর্তার দাবি, ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত পাহাড়ি সন্ত্রাসীরা ৪০০ সেনাসদস্যকে হত্যা করেছে।

উল্লেখ্য, কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক, পিএসসি, রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান। কর্মজীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে জাতিসংঘের ইরাক-কুয়েত শান্তি মিশনে কর্মরত ছিলেন। ২০০৬-০৭ সালে আফ্রিকার লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তি মিশনেও কনটিনজেন্ট কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র : ইন্টারনেট ও আমার দেশ অনলাইন, ৬ অক্টোবর ২০২৫

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, ইন্ধন, কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন