ইরানের ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা

fec-image

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার এক সংবাদ সম্মেলনে জোটের প্রভাবশালী রাষ্ট্র জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিনা বেয়ারবক এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে নিহত কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে হিজাববিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ওই আন্দোলন কঠোরভাবে দমনের চেষ্টার অভিযোগে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন।

লুক্সেমবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যানেলিনা বেয়ারবক বলেন, আন্দোলন দমনের নামে যারা ইরানের নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তাদের ওপর নিষেধজ্ঞা জারির সিদ্ধান্ত হয়েছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে সহিংসতা এবং আগুন লেগে যাওয়ার ঘটনায় আহত আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার কারাগারে আগুনের ধোঁয়ার কারণে রাতে প্রথম চার বন্দি শ্বাসকষ্টে মারা যায়। তবে সোমবার ওই ঘটনায় আহত আরও চার জনের মৃত্যুর কারণ স্পষ্ট করেনি দেশটির বিচার বিভাগ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইইউর, ইরান, নিষেধাজ্ঞা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন