ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

fec-image

মাত্র ৭ হাজার ৯শ ৯০ পিস ৭ হাজার ৯শ ৯০ পিস ইয়াবা পাচার মামলায় মো. আরিফ প্রকাশ মৌলভী আরিফ (৩৬) নামে রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা যুবক আরিফ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২, ব্লক ডি-৪ এর মৃত আবদুল মোনাফের ছেলে।

রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সুলতানুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরু রশিদ। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।

এপিপি সুলতানুল আলম জানান, আসামি মো. আরিফ প্রকাশ মৌলভী আরিফ কর্তৃক ৭ হাজার ৯শ ৯০ পিস ইয়াবা বিক্রয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০(গ) ধারায় তাকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর উখিয়া টেলিভিশন উপকেন্দ্রের গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৯শ ৯০ পিস ইয়াবাসহ মো. আরিফ প্রকাশ মৌলভী আরিফকে আটক করে র‍্যাব। এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়। যার নং-১৩। দুই বছর তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন