ঈদগাঁওয়ে অস্ত্রসহ মামলার আসামি গ্রেফতার


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ এক নলা অবৈধ বন্দুকসহ একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি মনিরুল হক (৫০) কে গ্রেফতার করেছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪ টার দিকে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ও তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অস্ত্র মামলা থাকার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি পাশ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়া কাটার মৃত আব্দুল জলিলের ছেলে।
থানা সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নেতেৃত্বে এসআই বদিউল আলমমের সমন্বয়ে পুলিশ দল ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান এলাকায় ফরিদ আলমের বাড়ীর সামনের রাস্তায় অবৈধস্ত্রসহ অবস্থানকালে তাকে গ্রেফতার করে।

















