ঈদগাঁওয়ে বন থেকে ফেরার পথে কাঠুরিয়ার মৃত্যু


কক্সবাজারের ঈদগাঁওয়ে বন থেকে ফেরার পথে নুরুচ্ছবী (৫৮) নামের এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উপজেলার চাঁন্দেরঘোনার পূর্ববর্তী পাহাড়ি বন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুচ্ছবী ঈদগাঁও সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চাঁন্দেরঘোনা এলাকার মৃত মমতাজ আহমদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সকালে নুরুচ্ছবী প্রতিদিনের মত প্রতিবেশীর মহিষ চরানোর জন্য বাড়ি থেকে বনে বের হন। দুপুরের দিকে এলাকার লোকজন তাকে একটি কাঠের টুকরো কাঁধে বন থেকে ফিরতে দেখেন। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের গরু ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বনের পাহাড়ের ঢালুতে নুরুচ্চবিকে পড়ে থাকতে দেখেন।পরে তাকে উদ্ধার করে বুঝতে পারেন তার আগেই মৃত্যু হয়েছে। লোকজন ধারণা করছেন যেহেতু বৃষ্টি হয়েছে কাঠ কাঁধে পাহাড়ের পিচ্ছিল পথে নামতে গিয়ে পা পিছলে পড়ে কাঠের আঘাতে তার মৃত্যু হয়েছে।
নুরুচ্ছবীর ছেলে মুবিন ছৈয়দও একই ঘটনা জানান, কোন অভিযোগ না থাকায় লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াছমিন এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ভাবে ধারণা করছেন। রাত সাড়ে ৮ টায় নিহতের দাফন সম্পন্ন করা হয়েছে।