ঈদগাঁওয়ে মাছ বোঝাই ট্রাক লুট, আতঙ্কে ব্যবসায়ীরা


কক্সবাজারের ঈদগাঁওয়ে মাছ বোঝাই ট্রাক লুট হয়েছে। পরে ট্রাকটি উদ্ধার হলেও দামি মাছ গুলো লুট হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে মহাসড়কের আলমাছিয়া গেইটের পূর্ব পাশের ফজল মার্কেট থেকে ট্রাকটি লুট হয়।
সূত্রে জানা যায়, চট্টগ্রাম কর্ণফুলি ঘাট থেকে সামুদ্রিক মাছ বোঝাই ট্রাকটি রাতে উক্ত স্থানে পৌঁছায়। চালক গাড়ি রেখে বিশ্রামে যাওয়ার সুযোগে লুটেরা দল ট্রাকটি লুট করে মহাসড়ক হয়ে কক্সবাজারের দিকে নিয়ে যায়।
আড়ৎদার রুবেল জানান, সংবাদ পেয়ে ঘটনার পরপরই ট্রাকটির পিছু নিয়ে জোরিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশের একটি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় মাছ লুট কালে ট্রাকটি উদ্ধার করতে পারলেও লুটেরাদল দামি মাছ গুলো নিয়ে পালিয়ে যায় ।
তিনি আরো জানান, গাড়িতে কয়েকজন আড়ৎ ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ ছিল।
রাতেই ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মুজিবুর রহমান মাছবাহী ট্রাক লুটের সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে । তবে কিছু মাছ লুট হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে।
এদিকে অব্যাহত ডাকাতি-অপহরণের পর এবার মাছবাহী গাড়ি লুটের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।