উখিয়ায় এনজিও সংস্থা শেড অফিস থেকে বিপূল পরিমাণ কুড়াল ও লাঠি উদ্ধার

fec-image

উখিয়ায় এনজিও সংস্থা শেড এর অফিস ও গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দা, ছুরি, কুদাল, বেলচা, হাতুড়ি ও লাঠিসহ দৈশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি)।

জানা গেছে, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে এনজিও সংস্থা শেড।

অভিযানের সময় শেড এনজিও প্রজেক্ট ম্যানেজার সরওয়ার হাসান জানান, এ সব দা,কুদাল, বেলচা, ছুরি, হাতুড়ি ও লাঠি গুলো আইওএম তাদেরকে দিয়েছে। এফডি-৭ এর অনুমতি শেষ হয়ে ক্যাম্পে বিতরণ না করে আইওএম এ সব মালামাল গুলো স্থানীয়দের সরবরাহ দেওয়ার জন্য শেড’কে দিয়েছে বলে তিনি জানান।

অভিযানে নেতৃত্বদানকারী সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এনজিও সংস্থা শেড অফিস এবং গুদামে অভিযান চালিয়ে ১৭’শ দা, ২২’শ বেলচা, ১১শ হাতুড়ি, ১১শ কুদাল, ১১’শ লাঠি জব্দ করে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এসব মালামাল বিতরণের অনুমতিপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন