উখিয়ায় সন্ত্রাসী কায়দায় জমি জবর দখল করতে মরিয়া ভূমিদস্যুরা

উখিয়ার রাজা পালং ইউনিয়নের রেজুরকুল গ্রামের ভূমিদস্যু নিলু বড়ুয়া ও পলাশ বড়ুয়া চক্রের গংরা জালিয়াতির মাধ্যমে ভূয়া খতিয়ান সৃজন, বিক্রিত জমি পুনরায় বিক্রয় ও অবৈধভাবে জবর দখলের ঘটনা নিয়ে এলাকার সাধারণ নিরীহ জমির মালিক হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনা নিয়ে জমির প্রকৃত মালিক অরুণ বড়ুয়া বাদি হয়ে কক্সাবাজার জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই এলাকার মৃত রিরিঞ্চি বড়ুয়া তার প্রাপ্ত ভাগজাত মূলে ১০ শতক জমি ১৯৮৬ সালের জুলাই মাসের ৯ তারিখে অরুণ বড়ুয়ার কাছে বিক্রি করে। যার দলিল নং- ১৪৯৮। বিএস খতিয়ান নং- ১০৪৯। গত ১৯৬৯ সালের আগস্ট মাসের ৭ তারিখে ১৯৩০নং ভাগজাতের অংশিদার হিসাবে ১০৪৯নং খতিয়ানে বিরিঞ্চি বড়ুয়ার আর কোন জায়গা জমি নেই।

এদিকে, জমির ক্রয়কৃত মালিক অরুণ বড়ুয়া যুগযুগ ধরে উক্ত জমি ভোগ দখলসহ চাষাবাদ করে আসছে।

অভিযোগে প্রকাশ, বজেন্দ্র বড়ুয়ার ছেলে পলাশ বড়ুয়া কৌশলে মৃত বিরিঞ্চি বড়ুয়ার বিক্রিত জমি ভূমি অফিসের কতিপয় কর্মচারীর সহযোগিতায় পুনরায় সৃজিত বিএস খতিয়ান লিপিবদ্ধ করে। যার নং- ১৮৬৬ তারিখ ১১-০৫-২০১১ইং।

সচতুর পলাশ বড়ুয়া বিভিন্ন ভূয়া দলিল সৃষ্টি ও সৃজিত বিএস খতিয়ানের অনুবলে দাদার বিক্রিত জমি একই এলাকার পরিমল বড়ুয়ার ছেলে নিলু বড়ুয়া ড্রাইভারকে বিক্রি করে। অথচ উক্ত জমি অরুণ বড়ুয়ার দখলে আছে এবং ভোগ দখল করছে।

অভিযোগে আরও প্রকাশ, ভূমিদস্যু নিলু ড্রাইভার স্থানীয় সন্ত্রাসী বাহিনী গঠণ করে একাধিক বার অরুণ বড়ুয়ার জমি জবর দখলের অপচেষ্টা করে। এ ঘটনায় নিরুপায় হয়ে অসহায় অরুণ বুড়য়া বাদি হয়ে গত বছর কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। সম্প্রতি অরুণ বড়ুয়া মারা গেলে ভূমিদুস্য নিলু ও পলাশ বড়ুয়া গং আরও বেপরোয়া হয়ে উঠে।

পরেশ বড়ুয়া অভিযোগ করে বলেন, আমার পিতা মারা যাওয়ার সুযোগে চলতি মাসে একাধিকবার আমাদের ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টাসহ নানা ধরণের হুমকী-ধাঁমকি দিয়ে যাচ্ছে। এমনকি গত ৬ মে গভীর রাতে আমাকে হত্যার জন্য বাড়িতে হানা দেয়। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে আমরা প্রাঁণে রক্ষা পাই।

তিনি বলেন, সত্য ঘটনা ধামা চাপা দিতে ভূমিদস্যু নিলু ড্রাইভার উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি লিপিবদ্ধ করেছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এ চক্রের সদস্যরা অন্য ব্যক্তির দখলীয় খতিয়ান ভূক্ত জায়গা অনুরুপভাবে জবর দখলের জন্য বহুবার দাঙ্গা- হাঙ্গামার ঘটনা সংঘঠিত করেছে।

ভূক্তভোগী নিরহ পরিবার ভুমিদস্যু নিলু বড়ুয়া ও পলাশ বড়ুয়া চক্রের হাত থেকে জমি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রসাশনের নিকট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, জমি দখল, ভূমিদস্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন