এশিয়ার শ্রেষ্ঠত্ব হারানোর শঙ্কা নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত

fec-image

এশিয়ার শ্রেষ্ঠত্ব হারানোর শঙ্কা নিয়ে আজ রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হচ্চে ভারত। এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণ খুবই কঠিন। টানা দুই ম্যাচ হারলেই বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করবে। ভারত এরই মধ্যে প্রথম ম্যাচে হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

ওই হারের পর ভারতের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজ (মঙ্গলবার) সুপার ফোরপর্বে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়নরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

এই ম্যাচে হারলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে ভারতের। একটাই সম্ভাবনা থাকবে, যদি অন্য দলগুলোকে রানরেটে পেছনে ফেলতে পারে। তবে সেটার জন্য তো তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। ভারত নিশ্চয়ই চাইবে না, এমন বিপদের মুখে নিজেদের ফেলতে।

শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপ টুর্নামেন্টটি শুরু করেছিল যাচ্ছেতাইভাবে। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল লঙ্কানরা।

তবে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দাসুন শানাকার দল। বাংলাদেশের বিপক্ষে ১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করে বাঁচামরার লড়াই জেতে। সুপার ফোরে এসে আফগানিস্তানের ১৭৬ রানের লক্ষ্যও টপকে যায় সহজে।

অন্যদিকে গ্রুপপর্বে পাকিস্তান আর হংকংকে হারালেও সুপার ফোরে এসে প্রথম ম্যাচেই ধাক্কা খায় ভারত। রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারে ৫ উইকেটে আর ১ বল বাকি থাকতে।

বাঁচামরার লড়াইয়ে তাই চাপে ভারতই। শ্রীলঙ্কা বরং প্রথম ম্যাচ জেতায় থাকবে উজ্জীবিত। মাত্র একটি হারই শেষ করে দিতে পারে এশিয়া কাপে সর্বাধিক চ্যাম্পিয়ন হওয়া ভারতের মিশন। রোহিত শর্মার দল কি পারবে সেই চ্যালেঞ্জ উৎড়ে যেতে?

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এশিয়া, ভারত, শ্রীলঙ্কা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন