কক্সবাজারে অন্তত ২৫ পয়েন্টে সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনজীবন

fec-image

পর্যটন নগরী কক্সবাজার শহরের চেহেরাই পাল্টে গেছে সম্প্রসারিত সড়কের মধ্য দিয়ে। এতে জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সহজ হয়েছে জীবনমান। তবে যুক্ত হয়েছে নতুন এক সমস্যা। সড়ক প্রসারের ফলে আগে স্থাপিত অনেক বৈদ্যুতিক খুঁটিগুলো এখন চলে আসছে সড়কের উপর। এতে পথচারী ও যান চলাচলে ভোগান্তিসহ একের পর এক ঘটছে দুর্ঘটনা। সৃষ্টি হচ্ছে যানজট।

সরেজমিনে দেখা যায়, শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন সদর হাসপাতাল সড়কে জোড়া বৈদ্যুত্কি খুঁটি, বাহারছড়া বাজারের সম্মুখস্থ খুঁটি, সদর থানার সড়কস্থ খুঁটি, আইভিপি সড়ক, বাজারঘাটা, কালুর দোকান, গোরদিঘীর পাড়, কলাতলী পয়েন্ট সহ অন্তত ২৫টি পয়েন্টে সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি চলে এসেছে। এছাড়া প্রধান সড়কসহ প্রায় সবকটা উপ-সড়কে একই চিত্র।

শহরের ভুক্তভোগী টমটম চালক সাইফুল মিয়া জানান, সড়ক প্রসারের ফলে গাড়ি চালাতে সুবিধা হলেও নতুন ভোগান্তি হচ্ছে বৈদ্যুতিক খুঁটি। গেল শুক্রবার রাত ১০টার দিকে পর্যটক নিয়ে বার্মিজ মার্কেট যাওয়ার পথে হাসপাতাল সড়কের মুখে রাস্তায় চলে আসা বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে গাড়ির আয়না ভেঙ্গে গেছে। তবে কোন পর্যটক আহত হয়নি। তিনি ছাড়াও একাধিক চালক একইভাবে দুর্ঘটনায় পতিত হচ্ছে।

মোহাম্মদ শিহাব নামে এক যুবক জানান, তার বন্ধু এবং পরিচিত বড় ভাই মোটরসাইকেল র্দুটনায় পতিত হয়েছে এসব বৈদ্যুতিক খুঁটির করণে। অনেক চালক আছেন যারা সহজেই বুঝে উঠতে পারেনা সামনে থাকা রাস্তার উপর বৈদ্যুতিক খুটির উপস্থিতি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এছাড়া সড়ক বড় করার পরেও এই সমস্যার কারণে যানজট লেগেই রয়েছে। তাই যত দ্রুত সম্ভব এসব বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করা হোক।

কক্সবাজারে বেড়াতে আসা যুবক বাপ্পী চৌধুরী জানান, নয় বছর পর চতুর্থ বারেরমত কক্সবাজার বেড়াতে এসেছেন। সড়কসহ নানা উন্নয়ন দেখে মুগ্ধ। তবে আতঙ্কের বিষয় হল সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি। এসব খুঁটির সাথে ভারী যানবাহনের ধাক্কা লেগে যেকোন মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট সহ নানা দুর্ঘনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব খুঁটি নির্দৃষ্ট জায়গায় পুনর্স্থাপনের মধ্য দিয়ে সড়কটি শতভাগ নিরাপদ করা।

এ বিষয়ে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিতরণ বিভাগ) এর নির্বাহী প্রকৌলী আব্দুল কাদের গনি জানান, সড়ক সম্প্রসারণের ফলে আগে স্থাপিত কিছু বৈদ্যুতিক খুটি সড়কের উপর চলে আসছে। তবে এসব দ্রুত সময়ের মধ্যে নিরাপদ জায়গায় পুনর্স্থাপন করা হবে। ইতোমধ্যে কাজ চলছে। এই কাজের সাথে জড়িত রয়েছে পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন