কক্সবাজারে কচ্ছপের ৭০০ ডিমসহ আটক ১

Coxs Kasim (1)

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকা থেকে কচ্ছপের ৭০০ ডিমসহ মোকারম (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এর সদর রেঞ্জের কস্তুুরাঘাট বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও মেরীনলাইফ এলায়েন্স এর গবেষণা সহকারী-সংরক্ষণ কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি মহেশখালী সোনাদিয়া পূর্ব পাড়া এলাকার কামাল পাসা’র পুত্র।

কস্তুুরাঘাট বিট কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, মোকারমের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও দু’বার কচ্ছপের ডিম চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটকের পর জিজ্ঞাসাবাদে সোনাদিয়ার পরিবেশের কাছিম সংরক্ষণ কর্মী আলি আহম্মদ ও আব্দুল করিম এসব কচ্ছপের ডিম থাকে বিক্রি করতে দেয় বলে মোকারম জানান।

উল্লেখ্য যে, চলতি বছরের ৮ মার্চ অভিযান চালিয়ে টেকনাফের সাবরাং নাপিতপাড়া এলাকার নিয়তি বালা নামের এক মহিলাকে কচ্ছপের ৩০০ ডিমসহ আটক করা হয়েছিল। এঘটনায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন