কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

fec-image

কক্সবাজার সদরের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমান পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩ জুলাই) সন্ধ্যায় খুরুশকুলের ডেইলপাড়া খুন হন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল উদ্দিন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে।

তবে পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের ৩ সদস্য ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা ফয়সালকে বাঁচানোর চেষ্টা করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষে ১৬ রাউন্ড গুলিও করা হয়। হামলাকারী সংখ্যা ৫০ জনের বেশি। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করলে পুলিশের উপরও হামলা করে। এতে ৩ সদস্যও আহত হন।

এছাড়াও সোমবার র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে হত্যার ঘটনায় নেতৃত্বদানকারী আজিজ সিকদার। অভিযুক্ত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার।

এদিকে, সোমবার বিকাল ৪ টায় ফয়সালের নামাযে জানাজা খুরুশকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ওখানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর পর মৃতদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, ছাত্রলীগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন