পর্যটকের নিরাপত্তা দিতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ নিহত, আটক ২

constable-236  md. pervez hossain_89578
স্টাফ রিপোর্টার:
কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা দিতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। সমুদ্র সৈকতের ঝাউবনের ভেতরে হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যের নাম মোহাম্মদ পারভেজ। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পারভেজ কুমিল্লা সদর উপজেলার ঘুড়িশন গ্রামের মো. বশিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন কিছু পর্যটক। হোটেলে ফেরার পথে একা হয়ে যাওয়া এক পর্যটককে ছিনতাইকারিরা কৌশলে ঝাউবনে নিয়ে গিয়ে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এ সময় সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ কনস্টেবল পারভেজ ছিনতাইকারীদের হাত থেকে পর্যটককে উদ্ধারে এগিয়ে গেলে ছিনতাইকারিরা পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ঝাউবন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন