কক্সবাজারে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ ৪ পুলিশসহ আহত-৬ : দেশিয় অস্ত্র উদ্ধার

বন্দুকযুদ্ধ
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ডাকাত-পুলিশ বন্দুক যুদ্ধে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রোকসানা (১৭) নামে স্থানীয় এক কিশোরী ও মনির মিয়া নামে এক ডাকাত সদস্য।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়ার বাঁচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন-কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এবং কনস্টেবল ফরিদ, বংশী ও অজয় বড়ুয়া।

আহতদের মধ্যে ডাকাত সদস্য মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ভোরে ৩০ জনের একদল ডাকাত বাঁচা মিয়ার ঘোনা এলাকার সিরাজুল ইসলামের বাড়ির গ্রিল কেটে ঘরে ঢোকে। এসময় বাড়ির লোকজন ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলিবর্ষণ করে। এতে সিরাজুল ইসলামের ভাগ্নি রোকসানা গুলিবিদ্ধ হয়।

এদিকে, গুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করেও গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মনির ছাড়া বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে আটক করা হয়।

এ ঘটনায় ওই চার পুলিশ সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি অস্ত্র, নগদ টাকা ও ডাকাতির মালপত্র উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, ডাকাতদের সঙ্গে পুলিশের ২০ রাউন্ড গুলি বিনিময় হয়। বাকি ডাকাতদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন