কক্সবাজারে র‍্যাবের অভিযানে ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক-২

fec-image

কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। উদ্ধার করা ইয়াবার মূল্য ৭৯ লক্ষ ৪৫ হাজার টাকা বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৫ এর একটি টীম এই অভিযান করে। রবিবার দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক দুইজনের একজন উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মৃত নুর আলীর পুত্র মোঃ শাহ আলম (৩০) ও অপরজন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের সুলতান আহম্মদের পুত্র মোঃ হাছন (২৫)।

আরো জানানো হয়, শনিবার রাত ৮-৪০ টায় লিংকরোডের র‌্যাবের অস্থায়ী চেকপোষ্ট চলাকালে একটি সিএনজিকে থামতে বললে সেখানে থাকা দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে র‌্যাব সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, কক্সবাজার, র‌্যাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন