কক্সবাজারে সনদ জালিয়াতির অপরাধে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক আব্দুস সালামের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও ভুল তথ্য দিয়ে রোগীর স্বাক্ষর নিয়ে নিরীহ লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরের অপরাধে দুর্নীতি দমন কমিশনেকে মামলা এবং স্বাস্থ্য অধিদপ্তরকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলার কারও ওই চিকিৎসকের চাকুরী হারতে হতে পারে।

২০১৫ সালের ২১ মে সদর থানায় একটি মামলা (জি আর ৫০৭) দায়ের কারেন রাশেদুল করিম নামে এক ব্যক্তি।

এতে ঘটনার সময় একই বছরের ১৪ মে উল্লেখ করে ভিকটিমরে একটি জখমী সনদও দাখিল করা হয়। যা ডা. আব্দুর সালাম দেন। আর মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ২৮ জুলাই এরই মামলার চুড়ান্ত প্রতিবেদেন দাখিল করেন। যাতে অভিযুক্তদের নির্দোষ বলে অবহিত করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতকে অবহিত করারও আদেশ দেন সংশ্লিষ্টদের।

কক্সবাজার সিভিল সার্জন কমরউদ্দিন জানান, ডা. সালাম সনদ জালিয়াতি করেছেন। বিষয়টি প্রমাণিত হয়েছে।

এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিনি আরো জানান সনদ জাীলয়াতি একাট মারাত্মক অপরাধ। এ কারণে তিনি চাকুরি হারাতে পারেন ওই চিকিৎসক। হতে পারে জেল-জরিমানা। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য-মন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন