কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলি

fec-image

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা যায়, একজন পুলিশ কর্মী গুলি চালিয়েছে। এতে একজন নারী নিহত হয়েছে । গুলি চালিয়ে একজনকে হত্যার পর নিজেও আত্মঘাতী হন ওই পুলিশকর্মী।

শুক্রবার (১০ জুন) দুপুরে কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। উপ-দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক পুলিশ কর্মী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিতে একজন নারী পথচারীর তাৎক্ষণিক মৃত্যু হয়। আহত হন আরও একজন।

এরপর নিজের সার্ভিস গান দিয়ে নিজেই আত্মঘাতী হন ওই পুলিশ কর্মী। এ ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। বাংলাদেশ উপ-দূতাবাসের মতো নিরাপত্তা ঘেরাটোপে থাকা এলাকায় কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ক্ষোভ জানিয়েছে উপ-দূতাবাস।

এই ঘটানায় একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি যখন এখানে এসেছি, তখন দেখলাম ১৪-১৫টা ফায়ারিং হয়েছে। সেই পুলিশটা যে ছিল, তার কি সন্দেহ ছিল তা আমার জানা নেই। তিনি কলকাতা পুলিশ ছিলেন। কিন্তু তিনি সাদা নয় বরং খয়েরি রঙের পোশাক পরেছিলেন।

ওই ব্যক্তি বলেন, হঠাৎ ফায়ারিংয়ের কারণে এখান দিয়ে একজন নারী হেঁটে যাওয়ার সময় তার গুলি লেগেছে। এরপর দুয়েকটা ফায়ারিং গাড়িতেও হয়েছে। যখন তিনি বুঝতে পারলেন এটি দণ্ডনীয় অপরাধ তখন তিনি নিজেকে গুলি মেরে সুইসাইড করলেন।

গুলিতে নিহত নারীর মরদেহ পুলিশ নিয়ে গেছে। আর নিহত পুলিশ কর্মীর মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন