কাউখালীতে উপজাতীয় শিশুকে ধর্ষণের অভিযোগ: একজন আটক

Kawkhali Rep News pic

কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাউখালীতে উপজাতীয় শিশুকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৪ জানুয়ারী দুপুরে উপজেলার কাশখালী গ্রামের বঙ্গ টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আইয়ুব আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করছে। এ ব্যাপারে কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার কাশখালী গ্রামের বঙ্গ টিলার বাসিন্দা অংশিপ্রু মারমার মেয়ে কাশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী লুমাঅং মারমা (১০) প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর বাড়ীতে যায়। স্কুল পোষাক সেরে বাড়ীতে থেকে দোকানে এসে সদায় কিনে ফের বাড়ী ফিরছিল। এসময় বঙ্গ টিলার পাশে কাশখালী গ্রামের খন্দকার সুরুজ মিয়ার ছেলে আইয়ুব আলী (৪০), নিজ জমিতে চাষাবাদ করছিল। শিশু লুমাঅং মারমা সেখান দিয়ে একাকি যাওয়ার সময় আইয়ুব আলী জোরপূর্বক তাকে ধরে নিয়ে জঙ্গলের ভেতর ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় লুমাঅং মারমা বাড়ীতে গিয়ে বিষয়টি তার বাবা মাকে বিষয় জানায়। পরে আহত অবস্থায় তাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে লুমাঅং মারমাকে রাঙামাটি সদর হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত ডাক্তার।

কাউখালী থানার অফিসার ইনচার্জ নিলু কান্তি বড়ুয়া জানান, লংমার বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আইয়ুব আলীকে তাৎক্ষনাৎ গ্রেপ্তার করা হয়েছে। থানায় ধর্ষিতা শিশু লুমাঅং মারমা অভিযুক্তকে সনাক্ত করেছে। পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পরপরই রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল কাউখালী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকলের সাথে কথা বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে যেন কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও সজাগ থাকতে নির্দেশ দেন।

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আরাফাত রহমান জানিয়েছেন, ধর্ষণের শিকার শিশু লুমাঅং মারমা অতিরিক্ত ক্ষরণের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ফলে তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাঙামাটি সদর হাসপাতালে স্থানান্তর করেছি।

তবে আটককৃত আইয়ুব আলী এঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করে বলেছে, সকাল ১০টায় স্ত্রীসহ তারা নিজ বাগানে যায়। দুপুরের আগেই তারা হলুদ ও লাকড়ী নিয়ে বাড়ীতে চলে আসে। কেউ এঘটনা ঘটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম জড়িয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন