কাপ্তাইয়ে নতুন কুড়ি প্রতিযোগিতা উপলক্ষে সভা


নতুন কুড়ি প্রতিযোগিতা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ” কিন্নরী”তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র। এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। সভায় নতুন কুঁড়ি প্রতিযোগিতা ২০২৫ এ কাপ্তাই হতে সর্বোচ্চ প্রতিযোগী অংশ নেয়, সেইজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।