কাপ্তাইয়ে মাদক, প্রাইভেটকারসহ ৪ পাচারকারী আটক


রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযানে রেশমবাগান চেকপোস্টে হতে মাদক পাচারকালে প্রাইভেটকারসহ ৪ পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোর ৬টায় প্রাইভেট কারযোগে ১২০লিটার চোলাই মত বস্তাভর্তি করে পাচারের সময় কাপ্তাই পুলিশ তল্লাশি করে মাদক, টয়োটা প্রাইভেটকারসহ ৪ মাদক পাচারকারীকে আটক করা হয়।
তারা হলো চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দামো. শাহেদুল ইসলাম (২৯), মো. ইব্রাহিম (৩২) এবং চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন এর বাসিন্দা সৈকত মহাজন (২৯) ও টিটু দাশ (৩৪)।
কাপ্তাই থানার ওসি কায় কিসলু জানান, বুধবার ভোর ৬টায় কাপ্তাই থানার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগান পুলিশ চেকপোষ্টের সামনে থানার এস আই মো আজিজুল হক ও এস আই সুজনের নেতৃত্বে পুলিশ ফোর্স তল্লাশী করে বস্তাভর্তি অবৈধ ১২০ লিটার চোলাইমদসহ ৪ পাচারকারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু পূর্বক রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।