কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে পাহাড় ধস

কাপ্তাই প্রতিনিধি:

গেল দুদিনের ভারি বর্ষণে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি।

সোমবার (১১ জুন) কাপ্তাই, মিতিঙ্গাছড়ি, মিশন এলাকা, লগগেইট, ঢাকাইয়া কলোনীসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া যায়।

কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় বহু মানুষ এখনও মুত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে বার বার মাইকিং করা হচ্ছে নিরাপদ অাশ্রয়কেন্দ্রে চলে অাসার জন্য। ইতিমধ্যে সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সার্বক্ষণিক নজরদারি ও খবরা-খবর রাখার জন্য প্রশাসনের পক্ষ হতে নির্দেশ দেয়া হয়েছে।

তবে গতবছর ১৩ জুনের মত ভয়াবহ পাহাড় ধস এবং বহু লোকজনের হতাহতের ঘটনার অাশংকায় অাতংক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন