কাপ্তাইয়ে করোনার সংক্রমনরোধে প্রচারনা ও ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

fec-image

রাঙামাটি করোনার রেড জোন তালিকায় স্বাস্থ্য মন্ত্রনালয় চিহ্নিত করায় কাপ্তাইয়ে সংক্রমনরোধে প্রচার প্রচারনা, ভ্রাম্যমান অভিযান জোরদার করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিট হতে ২টা ৪৫ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পাশাপাশি তিনি করোনা সংক্রমনরোধে জনগণকে সচেতনতার লক্ষ্যে প্রচার প্রচারনা এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে ভোক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ন এবং ময়লা, আর্বজনা পরিবেশে পণ্য বিক্রির অভিযোগে উপজেলা সদরের ১ জন দোকানদারকে ১টি মামলায় ৫’শ টাকা সড়ক পরিবহন আইনে লাইসেন্স বিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলের অপরাধে ৪টি মোটর সাইকেল আরোহীকে ৪টি মামলায় ২১’শ টাকাসহ সর্বমোট ৫টি মামলায় ২৬’শ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন