কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমার মৃত্যু


রাঙামাটি বিলাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে লতা মারমা (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একটি নৌকা থেকে পড়ে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি। পরে হ্রদে জাল ফেলে ওই নারীর লাশ উদ্ধার হয়। তিনি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার কেরণছড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রামাচরন মারমা বলেন, সকালে লতা মারমা নৌকায় করে বাড়ি থেকে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। কেরণছড়ি এলাকায় নৌকা থেকে পড়ে যান তিনি। নৌকায় তাঁর ভাশুরের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া একটি ছেলেও ছিলেন। তিনি বিষয়টি বাড়িতে গিয়ে বলার পর লতা মারমাকে খোঁজাখুঁজি শুরু হয়।
রামাচরন মারমা আরও বলেন, খোঁজাখুঁজির একপর্যায়ে লতা মারমার অচেতন দেহ কাচকি জালে উঠে আসে। এরপর এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই লতা মারমার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবরে লতা মারমার স্বামী ও শ্বশুর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।