কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হলো ৩০টন পোনা মাছ

fec-image

রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ ও জেলেদের ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে রাঙামাটি ফিসারী ঘাটে পোনা ছেড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক একএম মামুনুর রশীদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জোহরা উপমাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকারের সময় জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল ২২ হাজার জেলেদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

রাঙামাটি বিএফডিসি থেকে জানানো হয়, এ বছর কাপ্তাই হ্রদে প্রায় ৩০টন পোনা ছাড়া হবে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধি, পোনা সংরক্ষণের লক্ষে গেল পহেলা মে থেকে তিন মাসের জন্য মাছ শিকার বন্ধ করা হয়েছে। এ সময় বেকার হয়ে পড়ে আছে হ্রদের উপর নির্ভরশীল ২২ হাজার জেলে ও শ্রমিক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন