কুতুবদিয়ায় জেলা পরিষদের অভিযানে ৬ দোকান উচ্ছেদ


কুতুবদিয়া কৈয়ারবিল সেন্টার নামক স্থানে জেলা পরিষদের জায়গায় দীর্ঘদিন দখলে রাখা ৬ দোকান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন।
জেলা পরিষদ সূত্র জানায়, কুতুবদিয়া আজম রোড সংলগ্ন কৈয়ারবিল সেন্টারস্থ স্থানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার আহমদ উল্লাহ জেলা পরিষদের পুকর ও জায়গায় অবৈধ দোকান নির্মাণ করে ভোগ করে আসছিলেন।
এসময় জেলা পরিষদের সার্ভেয়ার কাউসার আহমদ, স্থানীয় নৌবাহিনী কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ ইখতিয়ার, ফায়ার সার্ভিস ষ্টেশন অভিসার সোহেল আহমদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শফিউল আলমসহ পুলিশ, গ্রামপুলিশগণ উপস্থিত ছিল।