কুতুবদিয়ায় ডাকাত চক্রের প্রধানসহ আটক ৫

fec-image

কুতুবদিয়ার শীর্ষ ডাকাত, ১০ মামলার আসামি রবিউল্লাহ ওরফে রবিকে অস্ত্র ও গুলিসহ তার ৪ সহযোগীকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (২৭ মার্চ) দুপুরে আলী আকবর ডেইল তাবেলারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, তাবালের চর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে রবি উল্লাহ রবি (৪০) একই এলাকার মৃত মো. মুজাফ্ফর এর ছেলে নেছার উদ্দিন (৩৮), মো. ইন্নামিন প্রকাশ ইবনে আমিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩০), মৃত এলাহদাদের ছেলে মো. এয়ার খাঁন (৩০), ও বাদশা মিয়ার ছেলে রিফাত (২০)।

র‌্যাব জানায়, আলী আকবর ডেইল ইউপির তাবেলারচর এলাকায় শীর্ষ ডাকাত রবিউল্লাহ ওরফে রবি ডাকাতসহ ৪ সহযোগী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় র‌্যাব ঐ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৫টি এলজি বন্দুক, ১টি একনলা বন্দুক, ১৯ রাউন্ড গুলি এবং ০২টি কিরিচ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, তারা একটি সংঘবদ্ধ চিহিৃত শীর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং রবি উল্লাহ এই চক্রের প্রধান। তারা এলাকায় অস্ত্রের ভয়-ভীতি প্রদর্শণ করে সাধারণ মানুষের কাছ থেকে লবণ চাষের মাঠসহ বিভিন্ন ঘোনা জোর দখল করে থাকে। এছাড়াও এই চক্রটি অস্ত্রের ভয় দেখিয়ে কুতুবদিয়া এলাকায় লুটপাট, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন