বান্দারবানে সেনাবাহিনীর বিশেষ অভিযান

কেএনএফ’র প্রশিক্ষণ ক্যাম্পসহ ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে, অচিরেই সন্ত্রাসীরা নির্মূল হবে: সেনা প্রধান

fec-image

বাংলাদেশে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বান্দারবানে পাহাড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ’র মূল প্রশিক্ষণ ক্যাম্প ও মূল ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। তাদের কিছু ছড়িয়ে-ছিটিয়ে আছে । আরও এলাকা ক্লিয়ার করা হবে। সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে। অচিরেই সন্ত্রাসীরা নির্মূল হবে। এসময় তিনি বলেন, সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। অন্যথায় কঠোর হাতে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন,

রবিবার (৪ জুন) বান্দরবান সফর শেষে সেনা জোন সদরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলবে। বাংলাদেশ সেনাবাহিনী মানবিক। মানবাধিকার লঙ্ঘন করে না। তবে দেশের স্বার্থে হার্ড লাইনে যেতে হলে যাবো। কেউ শান্তি আলোচনায় আসতে চাইলে স্বাগতম। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। শান্তিতে সমাধান হলে সহিংসতায় যাওয়া হবে না। তবে কেউ মরণকামড় দিলে প্রতিহত করা হবে।’

তিনি বলেন, ‘পাহাড়ে বিভিন্ন জায়গায় আইইডি পুতে রাখা হয়েছে। মোকাবেলা করতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি: মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (ডিজি বিজিবি) এবং রামুর জিওসি মেজর জেনারেল মাসুদুর রহমান।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কেএনএফ, বান্দরবান, সন্ত্রাসী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন