খাগড়াছড়িতে সাবেক ছাত্রলীগ নেতাদের সাথে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের মতবিনিময়

fec-image

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের সমর্থনে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের মহাজন পাড়াস্থ এফএনএফ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন সাবেক খাগড়াছড়ি ছাত্রলীগ নেতা ইকবাল বাহার এর সঞ্চালনায় সাবেক ছাত্র নেতা শিব শংকর দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সিনিয়র সাবেক ছাত্রলীগ নেতা, শোয়েব খান,বাচ্চু মণি চাকমা, নুর আহম্মদ সরকার,ধনাচন্দ্র সেন, মংসাপ্রু মারমা, জহির উদ্দিন ফিরোজ, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর অতিশ চাকমা, রুথান মারমা, উবিক মোহন ত্রিপুরা, ইমরান হোসেন মাসুদসহ সিনিয়র নেতারা এতে বক্তব্য রাখেন।

খাগড়াছড়িকে জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তোলা যায় সে লক্ষ নিয়ে কাজ করবেন বলে জানিয়ে দিদারুল আলম দিদার বলেন, নির্বাচিত হলেও জনমানুষের সেবায় কাজ করতে চাই, চেয়ারম্যান নির্বাচিত হলেও সবার জন্য কাজ করবো, চেয়ারম্যান নির্বাচিত না হলেও কাজ করবেন বলে তিনি জানান।

মতবিনিময় সভায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, যেখানে নেতৃত্ব সুদৃঢ়, সেখানে উন্নয়ন ত্বরান্বিত হবেই। চেয়ারম্যান পদটি গুরুত্বপূর্ণ ও জনবান্ধব জনগণের জন্য কাজ করার জায়গা। এই পদে সিদ্ধান্ত নিতে ভুলে হলে বা পচা শামুকে পা কাটলে সে খেসারত দিতে হবে সকলকে। এ নির্বাচন নিয়ে দিদারুল আলমের বিপক্ষে নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিদারুল আলম দিদারকে জয়যুক্ত করতে সকলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আগামী ২১ মে দিদারুল আলম দিদারকে জয়যুক্ত করে ঘরে ফিরবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতীক পাওয়ার পর সকলে একযোগে কাজ করার মধ্য দিয়ে জয় নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে খাগড়াছড়িকে মডেল উপজেলা তৈরিতে দিদারুল আলম দিদার এর বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা এতে ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, হাইব্রিডরা এখন খাগড়াছড়ির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। তাদের ষড়যন্ত্রকে বৃদ্ধাগুলি দেখিয়ে খাগড়াছড়িতে সুবিধাবাদীদের কোন ভাবেই নবান্ন প্রতিষ্ঠান উপজেলা পরিষদ এর চেয়ারম্যানের চেয়ারে হবে বলেও হুঁশিয়ারি জানান।

সভায় মো. জামাল উদ্দিন,দেলোয়ার হোসেন টিটো,মনির হোসেন,সুজিত দে, নুর কবির,প্রশান্ত ত্রিপুরা, পুলক নারায়ণ ত্রিপুরা, মোমিন,মফিজ, মনসুর আলম, পরিমল ধর, মো.তৈয়ব, মো.আক্কাস, উত্তম দে রণি, মাঈনুল, পলাশসহ সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন