খাগড়াছড়িতে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

fec-image

খাগড়াছড়ি প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে কেক কেটে ইত্তেফাকের জন্মবার্ষিকী পালনের সূচনা করেন ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীন উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ( প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়ার সভাপতিত্বে স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুণ ভট্টাচার্য্য। দৈনিক ইত্তেফাকের দীঘিনালা উপজেলা প্রতিনিধি তমাল দাশ লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, স্থানীয় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সম্পাদক কানন আচার্য্য, জেলা স্কাউটের সম্পাদক সাংবাদিক আজিম উল হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জহুরুল আলম,সম্পাদক আবু তাহের মুহম্মদ ও ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু দাউদ।

বক্তারা দৈনিক ইত্তেফাক দীর্ঘ ৬৭ বছরের ইতিহাসে লক্ষ্য ও আদর্শ কে সমুন্নত রেখে দেশ ও জাতি গঠনে যে ভূমিকা পালন করে চলেছেন তা জাতীর ইতিহাসে অবিস্মরনীয় হয়ে থাকবে। সভায় ইত্তেফাকের উপজেলার প্রতিনিধিবৃন্দসহ জেলার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন