রাঙামাটিতে ইউনিয়ন ভিত্তিক বিদ্যুৎ লাইন নির্মাণ বিষয়ক সভা অনুষ্ঠিত

fec-image

রাঙামাটি পার্বত্য জেলার শতভাগ বিদ্যুতায়নের জন্য গ্রীড লাইন হইতে ইউনিয়ন ভিত্তিক বিদ্যুৎ লাইন নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাঙামাটি এর যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে এ সময় বিদ্যুৎ প্রকল্প পরিচালক মতিউর রহমান, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী উজ্জল বড়ুয়া, সহকারি প্রকৌশলী এ আর মুজিব, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পুরো জেলায় কিভাবে বিদ্যুৎতায়নের আওতায় আনা যায় সে ব্যাপার বিশদ আলোচনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন