খাগড়াছড়িতে জঙ্গীবাদ নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সংগীত ও চলচিত্র প্রদর্শনী

 

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে জঙ্গীবাদ নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সংগীত ও চলচিত্র প্রদর্শনী হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের শাপলা চত্তরের মুক্ত মঞ্চে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রদর্শনী করা হয়।

সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের সংগীত কর্মসূচীর আওতায়, বিভিন্ন সামাজিক ইস্যু ও জঙ্গীবাদ নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে অনুষ্ঠিত এ চলচিত্র প্রদর্শনীতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার আতাউর রহমান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শহীদুল ইসলাম।

ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী আব্দুল হালিম খাঁন, তাসলিমা আক্তার চুমকি, আনসার আলী (বংশীবাদক), বশির আহমেদ (তবলা) অজিত কুমার (দোতারী), এ সংগীত অনুষ্ঠানে গান গেয়ে উপস্থিত শ্রোতাদের আনন্দ দেন।

খাগড়াছড়ি শাপলা চত্তর ছাড়াও পেরাছড়া, গাছবান, মুনিগ্রাম, ভাইবোনছড়া, কমলছড়ি মারমাপাড়া, কমলছড়ি চাকমাপাড়া ও ঠাকুরছড়া এলাকায় এ শিল্পীরা বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে বাস্তব ধর্মী গান গেয়ে জনসচেতনা সৃষ্টি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন