খাগড়াছড়িতে প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল উন্নয়ন সংস্থার বৈষম্যনীতির অভিযোগ সাংবাদিকদের

xcdf5

নিজস্ব প্রতিবেদক, পার্বত্যনিউজ :

খাগড়াছড়িতে ইউএনডিইএফ ও তৃণমূল উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও’র প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৪টি উপজেলার কোনো সাংবাদিক অংশগ্রহণের সুযোগ পায়নি। সংস্থাটির বিরুদ্ধে বৈষম্যমূলকনীতির অভিযোগ এনে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও মানিকছড়ি প্রেসক্লাব এবং গুইমারা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, ইউএনডিইএফ ও তৃণমূল উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও যৌথভাবে তথ্য অধিকার আইন বিষয়ে দুইব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে দু’দিন ব্যাপী এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় জেলা সদরের সিংহভাগ সাংবাদিক ও উপজেলায় কর্মরত কয়েকজন সাংবাদিককে অংশগ্রহণের সুযোগ দেয়া হলেও বেশীরভাগ উপজেলার সাংবাদিকদের বঞ্চিত করা হয়। রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও গুইমারায় কর্মরত কোন সাংবাদিককে ঐ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ করেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া।

রামগড় প্রেসক্লাবের সভাপতি শ্যামল রুদ্র ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন জানান, এ উপজেলায় জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার ৮-৯ জন সাংবাদিক কর্মরত। অথচ একজনকেও  সুযোগ দেয়া হয়নি। মানিকছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ মান্নান ও গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি মো: আব্দুল আলী কর্মশালার আয়োজক তৃণমূল উন্নয়ন সংস্থা তৃণমূলে কর্মরত সাংবাদিকদের প্রতি এধরণের বৈষম্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে তৃণমূল উন্নয়ন সংস্থার খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এ ব্যাপারে  মোবাইল ফোনে জানান, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের  নামের তালিকা তৈরির জন্য খাগড়াছড়ি প্রেসক্লাবকে দায়িত্ব দেয়া হয়।  তৃণমূল উন্নয়ন সংস্থার কেউ ঐ তালিকা করেনি। খাগড়াছড়ি প্রেসক্লাব থেকে প্রশিক্ষণের জন্য তালিকা দেয়ার পর এর দায় দায়িত্ব আমরা নিতে পারিনা।

জানা গেছে, দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পানছড়ি উপজেলা থেকে ৪ জন, দীঘিনালা উপজেলা থেকে ২ জন এবং মহালছড়ি উপজেলা থেকে ১ জনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া থেকে ৩০জন সাংবাদিক অংশগ্রহণ করেছে। দু‘দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় আরটি আই অনুসরণ করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিসহ প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

3 Replies to “খাগড়াছড়িতে প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল উন্নয়ন সংস্থার বৈষম্যনীতির অভিযোগ সাংবাদিকদের”

  1. নিউজটি পড়ে মনে হয় বিশেষ শ্রেণির সাংবাদিকদের প্রশিক্ষন চলছে। যখনই এরকম প্রশিক্ষন শুরু হয়ে যায় দেখা যাচ্ছে ঘুরেফিরে কিছু সাংবাদিক সেখানে থাকছেন। সব প্রশিক্ষন কি আপনাদের জন্যই। অন্যদের কি পেশাগত দক্ষতা প্রয়োজন নাই। এখানে কি তারা পেশাগত দক্ষতার জন্য প্রশিক্ষন নেন নাকি টাকার জন্য জানতে ইচ্ছা করে। সারাদিন-সারাবছর মফস্বল পর্যায়ে যারা কাজ করে তাদের বাদ দিয়ে কিছু বিশেষ শ্রেণীর (কিছু মনে করবেননা) সাংবাদিক প্রশিক্ষন নেন। যা আমার বিবেচনায় নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ। নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করুন প্লিজ…

  2. Comments korar Moto kono kotha pacchina. Ei jodi hoy Sangbadikder NITI / ADORSHA tahole sadaran manuser dos ki. Sokhane Sudu RAJNITI.

  3. এইটা দ্বৈত নীতি হলোনা ?
    এরকম করা কি সাংবাদিক সমাজের মানায় ?
    আমরা কার কাছ থেকে সমবন্টন বা সমসুযোগ কিংবা সমঅধিকার শিখবো ?
    সিনিয়রদের কাছ থেকে এরকম নেতিবাচক আচরণ প্রত্যাশিত হতে পারেনা ।
    একজন পাঠক হিসেবে ভবিষ্যতে সুধরে নেয়ার অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন