খাগড়াছড়িতে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা

সিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়িতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী সড়ক নিরাপত্তা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা। রবিবার সকালের দিকে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ‘র আয়োজনে এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরান হোসেন, মো: আবদুর সবুর ও মির্জা ইমাম উদ্দিন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ খাগড়াছড়ি’র কারিগরি সহকারী মো: আফজাল হোসেন‘র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর অভিজিৎ দেব রায় ও বিআরটিএ খাগড়াছড়ি’র মোটরযান পরিদর্শক মো: মাহবুবুর রহমান ।

প্রসঙ্গত, খাগড়াছড়ি সরকারী কলেজ ও খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজেও পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় । সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ছাত্র ছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য এ কর্মসূচী পালন করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন