খাগড়াছড়িতে হরতাল পরবর্তী সহিংসতায় আহত ৩

487274_356582424455553_1631635007_n
খাগড়াছড়ি সংবাদদাতা॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার হরতাল পরবর্তী আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, আজ বৃহস্পতিবার সকালে মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদলনেতা আলমগীর হোসেন নিজ বাসা থেকে কলেজে যাওয়ার পথে মাইসছড়ি বাজারে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আওয়ামীলীগের ক্যাডাররা তাকে গাড়ি থেকে নামিয়ে বেদম প্রহার করে । মাথা ও পায়ে প্রচন্ড আঘাত লেগে সে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লে এলাকার লোকজন তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক। এর একদিন আগে জয়সেনপাড়া বিএনপির নেতা আব্দুল ওয়াহাবের উপর ওরা আক্রমন করে। সে তিনদিন ধরে খাগড়াছড়ি হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। হামলার খবর জানাজানি হলে পরে বিএনপির কয়েকজন কর্মী পাল্টা হামলা করে একই এলাকার আওয়ামীলীগ নেতা বেলাল হোসের উপর আক্রমন করলে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৤ আহতদের অভিযোগ ১৮ দলের টানা ৩৬ ঘন্টার হরতাল পালনে বাজার ব্যাবসায়ীদের দোকান-পাট বন্ধ রাখাকে  কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা গিয়াস, আহাদ, ফজর আলী এ হামলা চালায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন