খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা


“চাই স্বাস্থ্য সেবায় জবাবদিহিতা, চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান এর সভাপতিত্বে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সেবার মান বৃদ্ধির লক্ষে টিআইবি’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ জানুয়ারি) হাসপাতালের সম্মেলন কক্ষে সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হয়ে ১১টা পর্যন্ত মতবিনিময় সভাটি চলতে থাকে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন টিআইবি, খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার সুইমং চিং মারমা।
প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন ডাঃ বিপাশ চাকমা । তিনি বলেন, “আপনারা যত ভূল বা সমস্যা চিহ্নিত করবেন তত আমাদের শুধরে নিতে সুবিধা হবে। আমাদের প্রধান সমস্যা হল জনবল, সেটি নিরসনে যথাসাধ্য চেষ্টা করা হবে।”।
টিআইবির এরিয়া ম্যানেজার সুইমং চিং মারমার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় হাসপাতাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি, খাগড়াছড়ির স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ জহুরুল আলম এবং টিআইবি’র বিগত “বিবেক” প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র সহকারী ব্যবস্থাপক দূর্লভ চৌধুরী।
মোঃ জহুরুল আলম বলেন, এই হাসপাতালটি বর্তমানে সারা দেশের মধ্যে ৫ম স্থানে আছে, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালকে দেশের একটি শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
সনাক সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান বলেন, “২০১১ সাল থেকে সনাক-টিআইবি এই হাসপাতাল নিয়ে কাজ করছে, সেবার মান উন্নয়নে আপনাদের আন্তরিক সহযোগিতার ফলে হাসপাতালের অনেক অগ্রগতি সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, টিআইবি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতে এ্যাডভোকেসীর মাধ্যমে সহযোগিতা করছে।”
উক্ত সভায় জুনিয়র কনসালটেন্ট(অর্থোপেডিকস) ডাঃ নয়নময় ত্রিপুরা, জুনিয়র কনসালটেন্ট(গাইনী) ডাঃ জয়া চাকমা, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সুপর্ণা দে, নার্সিং সুপারভাইজার জুরান মনি চাকমাসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সনাক ও ইয়েসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

















