খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে পর্যটন প্রতিমন্ত্রী

fec-image

কক্সবাজার সদরের খুরুশকুলে প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (৮ জুন) বিকালে আশ্রয়ণ প্রকল্পে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানান খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জসিম। এরপর মন্ত্রী পর্যটনের জন্য বরাদ্দকৃত ৯৫ একর জায়গা ঘুরে দেখেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস, পৌর কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এরআগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি ২ দিনের সফরে মঙ্গলবার ১১ টার দিকে বিমানযোগে কক্সবাজার আসেন। কক্সবাজার পৌঁছেই নির্মাণাধীন বিমানবন্দরের কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ পুরোপুরি শেষ হলেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল করবে বলে জানান।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম. মফিদুর রহমান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপকসহ উর্ধ্বতন কর্মকর্তার প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন