গণহিস্টিরিয়ায় বন্ধ ফরিদপুরের ৫৭ স্কুল

bbc
পার্বত্যনিউজ ডেস্ক : ফরিদপুর জেলায় দুটি স্কুলের প্রায় ১০০ জন শিক্ষার্থী রহস্যজনকভাবে অজ্ঞান হওয়ার পর কর্তৃপক্ষ জেলার ৫৭টি মাধ্যমিক স্কুল দু`দিন ধরে বন্ধ রেখেছে।

জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল বিবিসি বাংলাকে জানান, ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমিতে প্রথম দিন ২৩ জন শিক্ষার্থী হঠাৎ করেই শ্বাসকষ্টে ভুগতে থাকে এবং একের পর এক অজ্ঞান হতে থাকে। পরের দিন আরও ৪৭ জনের মধ্যে একই উপসর্গ দেখা দিলে স্কুলের প্রধান শিক্ষক ঘটনাটি জেলা প্রশাসনকে জানান।পরের দিন সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়েও ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

মি. মন্ডল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের বেশিরভাগই ছিল ছাত্রী। এই ঘটনায় ছাত্র-ছাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে এই দুটি স্কুলসহ জেলার মোট ৫৭টি মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়। এরপর জেলা প্রশাসন স্কুল দুটিতে জরুরি মেডিকেল টিম পাঠালে ডাক্তাররা শিক্ষার্থীদের পরীক্ষা করে বলেন এরা `মাস হিস্টিরিয়া` নামক গণমনস্তাত্বিক সমস্যায় ভুগছে।

উৎস : বিবিসি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন