গাজা অভিমুখী নৌবহরে উড়ছে বাংলাদেশের পতাকা


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই নৌবহরে এবার উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা, যা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। বিশ্বের ৪৪টি দেশের ৫৫টি জাহাজ এই উদ্যোগে অংশ নিয়েছে।
সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পী ও স্বেচ্ছাসেবীরা যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন। এই বহরে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পতাকা হাতে নিজের ছবি শেয়ার করেছেন।
ফ্লোটিলার ‘আলমা’ নামের নৌযানে ইসরায়েলি বাহিনীর আক্রমণের খবর জানিয়েছেন শহিদুল আলম। তিনি বর্তমানে ফ্লোটিলার প্রধান জাহাজ ‘কনশানস’-এ অবস্থান করছেন।
বুধবার (১ অক্টোবর) রাতে ফেসবুকের এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “এইমাত্র সংবাদ এলো আলমার ওপর আক্রমণ হয়েছে। আমরা এখন সবাই জড়ো হয়েছি, উদ্বিগ্ন অবস্থায় আছি। আলমা বহরের শুরুর দিকে ছিল, আমরা শেষ প্রান্তে। আলমার ওপর যা হচ্ছে, তা আমাদেরও হতে পারে—এই অনুমান করা যায়।”
গত মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে ‘কনশানস’-এ ওঠেন শহিদুল আলম।
এদিকে গাজাকে যখন পুরোপুরি অবরুদ্ধ করে মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী, তখনই বিশ্বের বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকারকর্মী এই ঝুঁকিপূর্ণ পথে এগিয়ে গেছেন। তাদের লক্ষ্য, গাজার মানুষের পাশে দাঁড়ানো এবং বিশ্ব নেতাদের ‘ঘুমন্ত বিবেক’কে জাগ্রত করা।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী গত কয়েক দিন ধরে ত্রাণবাহী জাহাজ বহরটিকে আটকানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বর্তমানে বহরটি গাজার কাছাকাছি অবস্থান করছে। আশা করা হচ্ছে, বৃহস্পতিবারের মধ্যেই ফ্লোটিলার নৌযানগুলো গাজার উপকূলে পৌঁছাবে।