চকরিয়ায় ২শত দরিদ্র পরিবারের মাঝে জেলা পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

fec-image

করোনাভাইরাসের এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া দিনমুজুর, দুস্থ, অসহায় ও শ্রমজীবী মানুষের কর্ম বন্ধ থাকার কারণে তারা জীবিকা হারিয়ে চরম ভাবে সংকটে পড়ে। সমাজের এসব অসহায়-দরিদ্র ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে প্রশাসনসহ সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিরা।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে দরিদ্র দুইশত পরিবারের মাঝে জেলা পরিষদের ইফতার সামগ্রী বিতরণ করেছেন  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হুসনা। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ডাল, তৈল, সেমাই, চিনি ও ময়দা।

শনিবার (২৫এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত কোনাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে প্যানেল চেয়ারম্যান আসমা হতদরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে নানা ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হুসনা বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ আজ মানুষের জীবনকে মহাসংকটে ফেলে দিয়েছে। এ সংকটময় মুহূর্তে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মানবিক সহায়তা হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে পরিষদের নিজস্ব তহবিলের ত্রাণ ফান্ড থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার এই দুঃসময়ে সাধারণ মানুষ কষ্টে দিনাতিপাত করছে। এমন সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে ঘরবন্দী হয়ে পড়া অসহায় মানুষের জন্য ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। সবার প্রতি অনুরোধ এ দুর্যোগময় মুহূর্তে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন