চকরিয়া পৌরশহরে হকারদের জন্য নির্মিত হচ্ছে আলাদা মার্কেট, যানজট নিরশনে সফল উদ্যোগ

fec-image

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের যানজট নিরশনে অবশেষে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ জাফর আলম। এমপির আহ্বানে হকারদের পুর্নবাসনে এগিয়ে এসেছেন উপজেলা থানা ও পৌরসভা প্রশাসন। এতদিন পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা-সোসাইটিতে ফুটপাতের উপর দোকান বসিয়ে ব্যবসা করে আসা ফল ব্যবসায়ী বা হকারদের জন্য ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হচ্ছে আধুনিকমানের মার্কেট।

শুক্রবার বিকালে চকরিয়া পৌরশহরের সোসাইটি পয়েন্টে নতুন হকার মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। চকরিয়া পৌরশহরের যানজট নিরশনকল্পে এমপি জাফর আলমের আহ্বানে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজল আলী গংয়ের প্রায় এক একর জমিতে নির্মিত হচ্ছে ব্যক্তিগত মার্কেটটি।

চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, ইতোমধ্যে সবধরণের অপরাধপ্রবণতা প্রতিরোধে চকরিয়া পৌরশহরের দুই কিলোমিটার এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শহরকে যানজটমুক্ত করতে সবধরণের প্রদক্ষেপ নেয়া হয়েছে। আগামীতে ফ্লাইওভার নির্মিত হলে পৌরশহরের যানজট শতভাগ মুক্ত হবে।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, প্রতিশ্রুতি মোতাবেক পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চকরিয়া পৌরসভাকে একটি মেগাসিটি হিসেবে রূপান্তর করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই আলোকে পৌরবাসির কল্যাণে উন্নয়নের পাশাপাশি সবধরণের সেবা নিশ্চিতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি। উন্নয়ন কাজের পাশাপাশি চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত করতে কাজ করছি। আশাকরি ব্যক্তিগত মার্কেটটি নির্মাণের মাধ্যমে ফুটপাতের হকাররা সুফল পাবে। তাতে যানজটমুক্ত হবে শহর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন