“নিজের শেষকৃত্যে কারা বা কতজন অংশ নেবে সেটি জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। তাই, নিজের মৃত্যুর মিথ্যা খবর রটিয়ে দেন”

চূড়ান্ত নাটকীয়, জীবিত অবস্থায় নিজের শেষকৃত্যের আয়োজন

fec-image

কেউ মারা গেলেই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন ব্রাজিলের ৬০ বছর বয়সী বালতাজার লেমোস। সম্প্রতি মারা যাওয়া এক ব্যক্তিকে শেষ বিদায় জানাতে গিয়ে দেখেন, সেখানে কেবল দুজন উপস্থিত হয়েছেন। অথচ জীবদ্দশায় আমরা কত মানুষের সাথে মিশি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিই। এসব মানুষদের অনেকেই আমাদের মৃত্যুর পর শেষ দেখা দেখতে আসেন আবার অনেকেই আসেন না। তাই শেষকৃত্যে বিদায় জানাতে কারা আসেন, সেটি কেউই দেখে যেতে পারি না। কিংবা কে কে আসবেন সেটিও নিশ্চিত করে কেউ বলতে পারি না। তাই মারা যাওয়ার পর নিজের শেষকৃত্যে কারা আসবেন সে বিষয়ে একটা ধারণা পেতে চাইলেন ব্রাজিলের নাগরিক বালতাজার লেমোস। আর তাই জীবদ্দশাতেই আয়োজন করলেন নিজের ভুয়া অন্ত্যেষ্টিক্রিয়ার।

৬০ বছর বয়সী বালতাজার লেমোস পেশাগত জীবনে ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। তাই, অসংখ্য শেষকৃত্য আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তার। এসবের কোনোটিতে তিনি অনেক মানুষকে উপস্থিত হতে দেখেছেন, আবার কোনোটিতে দেখেছেন মাত্র হাতে গোনা কয়েকজন। এসব দেখে নিজের শেষকৃত্যে কারা বা কতজন অংশ নেবে সেটি জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। এরপর বেছে নেন তিনি নিজের শেষকৃত্যের এই পন্থা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, গত ৯ জানুয়ারি লেমোসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সাও পাওলোর আলবার্ট আইন্সটাইন হাসপাতালের ছবি পোস্ট করা হয়। এতে বলা হয়, তিনি সেখানে ভর্তি রয়েছেন। পরদিন আরেক পোস্টে বলা হয়, “আজ এই বিষন্ন বিকালে বালতাজার লেমোস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।”

এই খবরে তার পরিবারের লোকজনও বেশ হতবাক হন। পরে ১৮ জানুয়ারি একই আইডি থেকে আরেক পোস্টে স্থানীয় একটি চার্চে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়।

নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হওয়ার পর যা ঘটলো, তা দেখে অনেকেই অবাক হন। চার্চের ভেতর থেকে নিজের জীবনের গল্প বলতে বলতে ধীরে ধীরে বেরিয়ে আসেন বালতাজার লেমোস। প্রথমে রেকর্ড করা শব্দ ভাবলেও পরে তাকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। সমালোচনার মুখে পরে অবশ্য নিজের এমন কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন