জামিন পেলেন বিএনপির শীর্ষ ৬ নেতা

bnp

ডেস্ক নিউজ

২৮ মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির শীর্ষ ৬ নেতা। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেয়া হবে তা জানতে রুল জারি করেছে আদালত।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট  বেঞ্চ বৃহস্পতিবার এ জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

এদের মধ্যে মির্জা আব্বাস ৭টি, গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান ৬টি, রুহুল কবির রিজভী ১টি এবং আবদুল্লাহ আল নোমান ও মোয়াজ্জেম হোসেন আলাল ৫টি করে মামলায় জামিন পেয়েছেন।

জামিনের আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

শুনানি শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি সাংবাদিকদের বলেন, আশা করছি, তারা ২/১ দিনের মধ্যেই বের হয়ে যাবেন।  

গত ২৮ এপ্রিল ওই ৬ নেতা বিভিন্ন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে এসব মামলায় বর্তমানে তারা কারান্তরীণ রয়েছেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন