জার্মান রাষ্ট্রদূতের শরণার্থী ক্যাম্প পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি:

জার্মানের রাষ্ট্রদূত টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটির সাথে মতবিনিময় করেন।

১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি. পিটার ফারেন হুলস টেকনাফের অনিবন্ধিত লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এই সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা আনন্দের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান মিয়া, এরিয়া ম্যানেজার মো. হাসান চৌধুরী, রেসপন্স কো-অর্ডিনেটর বজলুর রশিদ।

শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি পৌরসভায় এলে পৌর মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরগণ ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এরপর ১১টারদিকে পৌরসভার হলরুমে হোস্ট কমিউনিটির লোকজনের সাথে মতবিনিময় করেন।

এতে টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম, কাউন্সিলর আব্দুল্লাহ মনির, মনিরুজ্জামান, আবু হারেছ, হোছন আহমদ, মহিলা কাউন্সিলর নাজমা আলম, কহিনুর আক্তার, দিলরুবা খানম, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, পৌর সচিব মহি উদ্দিন ফয়েজী, ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমদ ও উপসহকারী মুর্শেদুল ইসলামসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে হোস্ট কমিউনিটির লোকজন রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে স্থানীয়দের শ্রম বাজার দখল, মাদক চোরাচালানে সম্পৃক্ততা, রাস্তা-ঘাটের ক্ষয়ক্ষতি, খাদ্য সংকট ও আইন-শৃঙ্খলার অবনতির চিত্র তুলে ধরেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন